গুজরাট জায়ান্টসে পরিবর্তন: সাধুর জায়গায় কালিতা

ছবি : ক্রিকবাজ

চলতি উইমেন্স প্রিমিয়ার লিগ (ডাব্লিউপিএল) ২০২৬-এ গুজরাট জায়ান্টসের দলে তিতাস সাধুর জায়গায় সু্যোগ পেলেন জিন্তিমানি কালিতা। ডানহাতি ফাস্ট বোলার সাধু এক  অজানা আঘাতের কারণে টুর্নামেন্ট থেকে বাইরে আছেন।

সাধু এ বছর এখনও গুজরাট জায়ান্টসের হয়ে কোনো ম্যাচ খেলেননি এবং গত তিন মরশুমে মোট সাতটি ম্যাচ খেলেছেন। ভারতের হয়ে তার সর্বশেষ ম্যাচও এক বছর আগে রাজকোটে তিন ম্যাচের ওডিআই সিরিজে অনুষ্ঠিত হয়েছিল।

জিন্তিমানি কালিতা একজন অলরাউন্ডার বামহাতি ব্যাটার এবং ডানহাতি মিডিয়াম পেস বোলার। তিনি ১০ লাখ টাকা ফিতে গুজরাট জায়ান্টসের সঙ্গে যুক্ত হচ্ছেন। কালিতা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২০২৩ ও ২০২৫ সালে দুই চ্যাম্পিয়নশিপ জয়ী মরশুমে ১৩টি ম্যাচ খেলেছেন।

সুত্র : ক্রিকবাজ

-মীর মোমিন