ঢাবির জগন্নাথ হলে সরস্বতী পূজা উদযাপনে নির্দেশনা জারি

আসন্ন শ্রীশ্রী সরস্বতী পূজা ১৪৩২ সুষ্ঠু ও নিরাপদভাবে উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রশাসন রাত ১০টার মধ্যে ক্যাম্পাস ত্যাগসহ দর্শনার্থীদের জন্য একগুচ্ছ কঠোর নির্দেশনা প্রদান করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আসন্ন শ্রীশ্রী সরস্বতী পূজা ১৪৩২ উদযাপনে নিরাপত্তা ও পবিত্রতা রক্ষায় দর্শনার্থীদের জন্য বিশেষ নির্দেশনাবলী জারি করেছে হল প্রশাসন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নৈপাল চন্দ্র রায় ও হল প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, পূজার পবিত্রতা রক্ষায় উপাসনালয়ের মূল বেদীতে আরোহণ এবং ক্যাম্পাসে উচ্চশব্দে পার্টি স্প্রে, আতশবাজি বা ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া হল প্রাঙ্গণে কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে পারবে না। হাইকোর্ট ও বকশীবাজার দিয়ে আগত অতিথিদের গাড়ি কেন্দ্রীয় খেলার মাঠে এবং নীলক্ষেত-শাহবাগ দিয়ে আসা যানবাহনগুলো মুহসীন হল মাঠে পার্কিং করতে বলা হয়েছে। দর্শনার্থীরা কেবল টিএসসি সংলগ্ন উত্তর গেট এবং বুয়েট সংলগ্ন দক্ষিণ গেট দিয়ে যাতায়াত করতে পারবেন।

নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের রাত ১০টার মধ্যে হল প্রাঙ্গণ ত্যাগ করতে হবে। এছাড়া ধূমপান, নেশাজাতীয় দ্রব্য সেবন এবং বিনা অনুমতিতে শিক্ষার্থীদের আবাসিক কক্ষে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। মায়েদের সুবিধার্থে দক্ষিণ গেটের কাছে একটি ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হয়েছে।

প্রশাসন আরও জানিয়েছে, কোনো ধরনের রাষ্ট্রবিরোধী বা ধর্মবিরোধী বক্তব্য দেওয়া যাবে না এবং কোনো সন্দেহভাজন ব্যক্তি বা কর্মকাণ্ড দেখলে তাৎক্ষণিকভাবে হল কর্তৃপক্ষকে জানাতে হবে। প্রণামী বা অনুদান কেবল নির্ধারিত বক্সে প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।

-মালিহা