ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ ‘আপাতত স্থগিত’ : ট্রাম্প

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালীন দেশটির ওপর সামরিক পদক্ষেপ নেওয়ার যে পরিকল্পনা নিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, তা আপাতত স্থগিত করা হয়েছে। ট্রাম্প নিজেই গত ২১ জানুয়ারি মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আমি আশা করছি ভবিষ্যতে (ইরানের বিরুদ্ধে) কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না। তারা সড়কে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে, যা গুরুত্বপূর্ণ। তবে ৮৩৭ জনের ফাঁসির দণ্ড স্থগিত করা হয়েছে, যাদের অধিকাংশই তরুণ।”

ইরানে বিক্ষোভ শুরু হয় গত ২৮ ডিসেম্বর জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে। কয়েক দিনের মধ্যে তা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। সরকার দমন অভিযান চালাতে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে, পুলিশ ও সেনা মোতায়েন করে।

শুরু থেকেই ট্রাম্প সামাজিক মাধ্যমে ইরানে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছিলেন এবং বিক্ষোভকারীদের উদ্দেশে “সাহায্য আসছে” বলে জানিয়েছিলেন। তবে ইরানের সরকার আন্দোলনকারীদের ফাঁসির দণ্ড স্থগিত করার পর তিনি তা স্বাগত জানিয়েছেন।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

-এমইউএম