প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ২১ জানুয়ারি অনুষ্ঠিত সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীর নাম বুধবার সন্ধ্যায় অনলাইনে প্রকাশ করেছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। এতে মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন ৬৯ হাজার ২৬৫ জন পরীক্ষার্থী।

অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ জানুয়ারি তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের বাকি ৬১টি জেলায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে এবার ১০ লাখ ৮০ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন, যার মধ্যে পরীক্ষায় অংশ নেন ৭৬ শতাংশ পরীক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকাশিত এই ফলাফল সম্পূর্ণ সাময়িক এবং এটি কেবল মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য। চূড়ান্ত নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর এবং বিদ্যমান বিধিমালা অনুসরণ করা হবে। ফলাফল সংক্রান্ত যেকোনো ভুল সংশোধন বা প্রয়োজনে তা বাতিলের পূর্ণ অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। যদি কোনো প্রার্থী তথ্য গোপন বা ভুল তথ্য প্রদান করেন, তবে তার নির্বাচন বাতিল করা হবে।

নিয়োগ পরীক্ষা নিয়ে প্রশ্নফাঁস বা ডিজিটাল জালিয়াতির যে অভিযোগ উঠেছিল, সে বিষয়ে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার পূর্ণাঙ্গ তদন্তে এ ধরনের কোনো সত্যতা পাওয়া যায়নি। প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন মহাপরিচালক।

মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও বিস্তারিত সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ড ও নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উত্তীর্ণ প্রার্থীরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের (mopme.gov.bd) এবং অধিদপ্তরের (dpe.gov.bd) ওয়েবসাইট থেকে তাদের রোল নম্বর সংগ্রহ করতে পারবেন।

মালিহা