৪ ফেব্রুয়ারির মধ্যে পে স্কেলের গেজেট না হলে আন্দোলনের হুঁশিয়ারি

আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি এই ঘোষণা দেন। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে ৫ ফেব্রুয়ারি সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি পালিত হবে এবং জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে গত বছরের ২৭ জুলাই সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে প্রধান করে জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন করে অন্তর্বর্তী সরকার। জোটের নেতারা কমিশনের সঙ্গে বৈঠক করে ৬ লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর দাবি ও প্রস্তাবনা তুলে ধরলে তা অন্তর্ভুক্ত করার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে ১১ বছর ধরে নতুন কোনো পে স্কেল না আসায় প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

জোটের নেতারা তাঁদের বক্তব্যে শিক্ষা জাতীয়করণের ওপর বিশেষ জোর দেন। তাঁরা বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় পেশাজীবী গোষ্ঠী হওয়া সত্ত্বেও এমপিওভুক্ত শিক্ষকরা সবচেয়ে বেশি অবহেলিত। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তাঁরা আহ্বান জানান, যারা তাদের নির্বাচনী ইশতেহারে শিক্ষা জাতীয়করণের বিষয়টি অন্তর্ভুক্ত করবে, শিক্ষক সমাজ তাদের পাশেই থাকবে।

সংবাদ সম্মেলনে মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদ, মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন এবং ইউনিভার্সিটি টিচার্স ফোরামসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। তাঁরা সতর্ক করে বলেন, পে স্কেল নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করা হলে রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে।

/মালিহা