গতকাল বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) সামনে ঘটে যাওয়া অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে আজ শনিবার সকাল থেকেই কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় ও এর আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (১৭ জানুয়ারি) সরেজমিনে দেখা যায়, ইসি ভবনের দিকে প্রবেশের সবকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। বিশেষ করে পিকেএসএফ-এর দিকের প্রধান সড়কসহ আশপাশের সংযোগ রাস্তাগুলো সাধারণ চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। মূল গেটে স্থাপন করা হয়েছে তিন স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়।
নির্বাচন কমিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারী বা বিশেষ প্রয়োজনে যারা ভেতরে প্রবেশের চেষ্টা করছেন, তাদের প্রত্যেককে একাধিকবার জেরার মুখে পড়তে হচ্ছে। প্রবেশের কারণ এবং পরিচয় নিশ্চিত হওয়ার পরই কেবল অনুমতি মিলছে। তবে ভেতরে প্রবেশের পর অডিটোরিয়াম বা মূল ব্লকের দিকে যেতে আরও দুই ধাপের তল্লাশি ও নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করতে হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে সেখানে দায়িত্বরত এক পুলিশ সদস্য জানান, “গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর অনভিপ্রেত যে কোনো পরিস্থিতি এড়াতে ঊর্ধ্বতন মহলের নির্দেশে এই বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। কমিশনের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে।”
নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের মতে, গতকালের ঘটনার পর কিছুটা আতঙ্ক বিরাজ করলেও বর্তমানের নিশ্ছিদ্র নিরাপত্তার কারণে দাপ্তরিক কাজ এগিয়ে নিতে কোনো সমস্যা হচ্ছে না। তবে প্রধান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং ব্যারিকেড দেখে সাধারণ পথচারীদের মধ্যে কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
-এম. এইচ. মামুন










