বিরামপুরে তারেক রহমান: ক্ষমতায় গেলে ফের শুরু হবে খাল খনন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকের পানির সমস্যা সমাধানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুরু করা ঐতিহাসিক ‘খাল খনন কর্মসূচি’ পুনরায় চালু করা হবে। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে একটায় সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে সমবেত জনতা ও দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
তারেক রহমান তাঁর বক্তব্যে কৃষকদের স্বাবলম্বী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উপস্থিত বয়োজ্যেষ্ঠদের কাছে জানতে চান তারা শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি দেখেছেন কি না। উপস্থিত অনেকে ইতিবাচক সাড়া দিলে তিনি বলেন, পানির সমস্যা দূর করতে এবং কৃষি উৎপাদন বাড়াতে এই কর্মসূচি আবার শুরু করা হবে। এছাড়া তিনি মা-বোনদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর প্রতিশ্রুতি দিয়ে বলেন, এর মাধ্যমে সাধারণ মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা হবে।
হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে তারেক রহমান সরাসরি শ্বশুরবাড়ি বিরাইমপুরে যান। সেখানে তিনি ঘোষণা করেন, “দক্ষিণ সুরমার পবিত্র মাটি থেকেই আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের কার্যক্রম আল্লাহর রহমতে আজ শুরু করলাম।” তিনি আরও বলেন, “ডা. জুবাইদা যেমন আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান। এই পরিবারের সদস্য হিসেবে আমিও এই এলাকার সন্তান।” এসময় তিনি ১২ তারিখের নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
সিলেট অঞ্চলের মানুষের প্রবাসে যাওয়ার প্রবণতার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি দেশের যুবকদের দক্ষ করে গড়ে তুলতে চায়। প্রতিটি জেলায় কারিগরি প্রশিক্ষণ ও বিদেশি ভাষা শেখানোর ব্যবস্থা করা হবে যাতে তরুণরা বিদেশে গিয়েও ভালো কর্মসংস্থানের সুযোগ পায়। তিনি সুন্দর দেশ গড়ার দায়িত্ব যুবকদের কাঁধে নেওয়ার আহ্বান জানান।
গত ১৫-১৬ বছরের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তারেক রহমান বলেন, “মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং বছরের পর বছর ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছিল। আমরা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই।”
তারেক রহমান রাত পৌনে একটায় শ্বশুরবাড়িতে পৌঁছালে স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তাঁকে দেখে নেতা-কর্মীরা ‘দুলাভাই দুলাভাই’ বলে স্লোগান দিতে থাকেন। হাস্যোজ্জ্বল তারেক রহমান হাত নেড়ে অভিনন্দন গ্রহণ করেন এবং রসিকতা করে বলেন, “শুধু দুলাভাই নয়, বোনেরও (জুবাইদা রহমান) খবর নিতে হবে।” এ সময় তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানও সাথে ছিলেন। পরে তাঁরা প্রয়াত স্বজনদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেন।
লামিয়া আক্তার