মাকে দেখছি দুইবার, এবার পুতরে দেখমু: সিলেটের মাঠে প্রবীণদের আবেগ

পারিবারিক ঐতিহ্য আর রাজনৈতিক উত্তরাধিকারের পথ ধরে দীর্ঘ ২০ বছর পর সিলেটের মাটিতে ফিরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিশাল জনসভার মাধ্যমে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। যে মাঠে এক সময় তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়া জনসভা করে নির্বাচনী যাত্রা শুরু করতেন, আজ সেই মাঠেই ‘মায়ের স্মৃতি’ আর ‘ছেলের উপস্থিতি’ মিলেমিশে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সিলেটের পুণ্যভূমি থেকে নির্বাচনী প্রচার শুরু করা বিএনপির দীর্ঘদিনের ঐতিহ্য। অতীতে এই আলিয়া মাদ্রাসা মাঠেই খালেদা জিয়া একাধিকবার ঐতিহাসিক জনসভা করেছেন। আজ সেই মাঠে আসা প্রবীণ সমর্থকদের মধ্যে কাজ করছে গভীর আবেগ। গোয়াইনঘাট উপজেলা থেকে আসা ষাটোর্ধ্ব ইমাম উদ্দিন বলেন, “এই মাঠে খালেদা জিয়ার দুইটা সমাবেশে আইছিলাম। মাকে দেখছি দুইবার। এইবার পুতরে (ছেলে) দেখমু। আমাদের আজকে খুব সুখ লাগতেছে।” তাঁর সঙ্গী ইউসুফ মোল্লাও একইভাবে স্মৃতিকাতর। তারা জানান, এই প্রিয় নেতাকে এক নজর দেখতে কয়েক’শ মানুষ চারটি বাসে করে গতকাল সন্ধ্যায়ই সিলেট এসে পৌঁছেছেন।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আজ সকাল থেকেই সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীদের ঢল নামে। সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসভাটি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয়। নেতা-কর্মীদের জন্য বিভিন্ন স্থানে থাকা-খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুল হাসান আগত সমর্থকদের জন্য পৃথক কমিউনিটি সেন্টার ভাড়া করে আতিথেয়তার ব্যবস্থা করেছেন।
বিএনপির নেতারা বলছেন, তারেক রহমান কেবল একজন নেতা হিসেবে নন, বরং দলের ঐতিহ্যবাহী ধারার ধারক হিসেবে সিলেটকে বেছে নিয়েছেন। গতকাল বুধবার রাত আটটায় আকাশপথে সিলেটে পৌঁছানোর পর তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এছাড়া তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেন। এই সফর ও মাজার জিয়ারতের মাধ্যমে তিনি তাঁর বাবা-মায়ের শুরু করা সেই চিরাচরিত প্রথাকেই পুনর্জীবিত করলেন।
তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে সিলেটে এসেছিলেন। দীর্ঘ দুই দশক পর তাঁর এই প্রত্যাবর্তন এবং সরাসরি জনসভায় অংশগ্রহণ সিলেটের রাজনীতিতে এক নতুন প্রাণের সঞ্চার করেছে। দক্ষিণ সুরমায় শ্বশুরবাড়িতে স্থানীয়দের সাথে কুশল বিনিময় শেষে আজ সকালে তিনি মূল মঞ্চে উপস্থিত হন। আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় সভাপতিত্ব করছেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লামিয়া আক্তার