ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার অংশ হিসেবে সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেছেন বিএনপি ও তার মিত্র দলগুলোর হাজার হাজার নেতা-কর্মী। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই বিশাল জনসভায় আজ বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
নির্বাচনী জনসভা ঘিরে গত রাত থেকেই আলিয়া মাদ্রাসা মাঠে নেতা-কর্মীদের ভিড় বাড়তে থাকে। সিলেটের বাইরের বিভিন্ন জেলা ও দূরবর্তী উপজেলা থেকে আসা শত শত নেতা-কর্মী শামিয়ানা টানিয়ে এবং ত্রিপলে শুয়ে-বসে মাঠেই রাত কাটিয়েছেন। আজ সকাল হতেই সেই ভিড় জনসমুদ্রে রূপ নিতে শুরু করেছে। নেতা-কর্মীরা ধানের শীষ ও তারেক রহমানের ছবিসংবলিত গেঞ্জি পরিধান করে এবং ব্যানার-ফেস্টুন নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে মাঠে প্রবেশ করছেন।
সকাল সাড়ে আটটার দিকে বিশাল মিছিল নিয়ে জনসভাস্থলে প্রবেশ করেন বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি উবায়দুল্লাহ ফারুক। তাঁর সাথে আসা নেতা-কর্মীরা ‘খেজুরগাছ’ প্রতীকের স্লোগান দিয়ে জনসভা প্রাঙ্গণ মুখরিত করে তোলেন। এছাড়া সুনামগঞ্জ-১ আসনের কামরুজ্জামান কামরুল এবং গোলাপগঞ্জ ও কানাইঘাট এলাকার বিভিন্ন প্রার্থীর সমর্থকেরা কয়েক হাজার নেতা-কর্মী নিয়ে জনসভায় যোগ দিয়েছেন। কানাইঘাট থেকে আসা ফখরুল ইসলাম জানান, তারা ছয়-সাতটি বাসে করে গত রাতেই সিলেট শহরে এসে পৌঁছেছেন।
গতকাল বুধবার রাত ৮টার দিকে বিমানে সিলেট পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেটে পৌঁছেই তিনি ঐতিহ্য অনুযায়ী হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর তিনি মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেন। মাজার জিয়ারত শেষে তারেক রহমান দক্ষিণ সুরমার বিরাইমপুর গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে যান এবং সেখানে স্থানীয় বাসিন্দা ও নেতা-কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন। রাতে তিনি বিমানবন্দর সংলগ্ন একটি হোটেলে অবস্থান করেন।
সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং সুনামগঞ্জ জেলা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম এই নির্বাচনী জনসভা থেকেই সারা দেশের নেতা-কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা এবং দলীয় ইশতেহারের মূল বিষয়গুলো তুলে ধরবেন তারেক রহমান।
–লামিয়া আক্তার










