সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে শীত উপেক্ষা করে জনসভাস্থলে রাতেই জড়ো হয়েছেন বিএনপির হাজারো নেতাকর্মী।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শুরু হচ্ছে। পুণ্যস্থান সিলেট থেকে প্রচারণা শুরু করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিশাল নির্বাচনি জনসভার আয়োজন করেছে দলটি।
৯টা ১৮ মিনিটে হজরত শাহজালাল (র.) এর মাজার ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন। রাত সাড়ে ১০টার দিকে হজরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত শেষে শ্বশুর বাড়ির দিকে রওনা দেন তিনি।
রাত সাড়ে ১২টার দিকে শ্বশুর বাড়ি পৌঁছান বিএনপির চেয়ারম্যান। সাবেক মন্ত্রী অ্যাডমিরাল মাহবুব আলী খান তার শ্বশুর। তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের বাবার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার বিরাহিমপুর গ্রামে। সেখানে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। শেষ করে রাতেই আবার গ্র্যান্ড হোটেলে ফিরেন।
সিলেটে পৌঁছে মাজার জিয়ারত ও শ্বশুরবাড়িতে দোয়া মাহফিলে বক্তব্য দেন তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে বক্তব্য দেবেন আলিয়া মাদ্রাসা মাঠে। কিন্তু সমাবেশস্থলে রাত ১০টার পর থেকেই এই অঞ্চলের নেতাকর্মীরা এসে অবস্থান নিতে শুরু করেন।
সরেজমিনে দেখা গেছে, রাতেই সুনামগঞ্জ থেকে বেশ কিছু বাস নেতাকর্মীদের নিয়ে সিলেট পৌঁছে। তারা মাদ্রাসা মাঠেই অবস্থান নিয়েছেন। সুনামগঞ্জ ও সিলেটের দূরবর্তী উপজেলা থেকেও পৌঁছেছেন শত শত নেতাকর্মী। তারা মাঠে অবস্থান নিয়ে কখনো ধানের শীষ, কখনো বিএনপি আবার কখনো তারেক রহমানের নামে স্লোগান দিচ্ছেন। নিজ নিজ গ্রুপের সামনে বক্তব্য রাখছেন আবার কেউ কেউ।
মাঠে রাত কাটানোর জন্য শামিয়ানা টানিয়ে ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, শীত উপেক্ষা করে নেতাকর্মীরা ৮-১০ ঘণ্টা আগেই মাঠে অবস্থান নিয়েছেন। এটা বিএনপির প্রতি তাদের ভালোবাসার কারণে হয়েছে।
রাত ১২টার দিকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও যুগ্ম আহ্বায়ক শাকিল মোরশেদকে বক্তব্য দিতে দেখা যায়।
স্থানীয় বিএনপি জানিয়েছে, জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির নেতাকর্মীরা জানান, সর্বশেষ ২০০৫ সালে তারেক রহমান সিলেটে আসেন। দীর্ঘ ২০ বছর পর তিনি সিলেটে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করবেন।
মাঝের দীর্ঘ ১৭ বছর তিনি যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন। চব্বিশের ৫ অগাস্ট পরবর্তী সময়ে ২৫ ডিসেম্বর তিনি দেশের মাটিতে পা রাখেন।
বিএনপির প্রয়াত প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াও প্রতিবার নির্বাচনের আগে মাজার জিয়ারতের পাশাপাশি সিলেটে প্রথম নির্বাচনি জনসভা করতেন।
সিলেটের জনসভা শেষ করে তারেক রহমান সড়কপথে ঢাকায় ফিরবেন। ফেরার সময় তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দুটি জনসভায় বক্তব্য দেবেন। পথে কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে সভা করার কথা রয়েছে বলেও দলীয় নেতারা বলছেন।
-সাইমুন










