মনোনয়নবঞ্চিতদের এক মঞ্চে নিয়ে এলেন এমরান চৌধুরী

মনোনয়ন প্রত্যাশীদের এক মঞ্চে নিয়ে এলেন সিলেট-৬ (গোলাপগগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি দলীয় প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। দলীয় মনোনয়ন পাওয়ার পর পরই অনেকেই তাকে সহযোগিতার আশ্বাস দেন। কিন্তু দলের বিকল্প প্রার্থী হিসেবে মাঠে ছিলেন ফয়সল আহমদ চৌধুরী।

সর্বশেষ তিনিও তাকে সমর্থন দিয়েছেন। বুধবার বিকেলে নগরীর কুমারপাড়া একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে মনোনয়প্রত্যাশীরা সবাই তাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানান।

বক্তব্যে তারা বলেন, দল যার হাতে ধানের শীষ তুলে দিয়েছে আমরা তার পক্ষে। আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই। গোলাপগঞ্জ-বিয়ানীবজারের বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীর প্রতি আহ্বান, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করুন।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সিলেট-৬ আসন থেকে আমার সহযোদ্ধা ও শ্রদ্ধেয় অনেকেই দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দল আমার হাতে ধানের শীষ তুলে দিয়েছে। কিন্তু যারা প্রত্যাশী ছিলেন, তারা সবাই যোগ্য; আমার আপনজন। দলের স্বার্থে আমাদের মাঝে মূলত কোনো বিভেদ নেই, সবাই আমার অনুরোধে এখানে এসে সেটি আবারও প্রমাণ করলেন। এই দুই উপজেলায় আমরা সবাই ঐক্যবদ্ধ। ঐক্য অটুট রেখেই আমরা সিলেট-৬ আসনে ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় নিয়ে ঘরে ফিরবো, ইনশাআল্লাহ।

-সাইমুন