থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে বাংলাদেশের জয়ের ধারা অব্যাহত। মঙ্গলবার পুরুষ দল শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছিল। আজ নারী দলও পিছিয়ে থেকে ফিরে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেছে।
নারী দলের খেলা শুরুতে শ্রীলঙ্কা দারুণ পারফরম্যান্স দেখিয়ে দুই গোলের লিড নেয়। কিন্তু বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন জোড়া গোল করে সমতা আনে। গোলদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কৃষ্ণা রাণী সরকার।
বিরতির পর শ্রীলঙ্কার আধিপত্য বজায় থাকেনি। সাবিনা ও কৃষ্ণাদের দক্ষতা ও দ্রুতগতির খেলার কারণে বাংলাদেশ দ্রুত এগিয়ে যায়। সাবিনার কর্ণার থেকে সুমাইয়ার গোল করে দলকে লিড এনে দেন। শেষ পাঁচ মিনিটে আরও তিন গোলের দেখা মেলে—সাবিনা জোড়া গোল করেন, কৃষ্ণা এক গোল করে দলকে বড় ব্যবধানে এগিয়ে নেন, আর মাসুরা একটি গোলের মাধ্যমে ব্যবধান আরও বাড়ান। খেলার শেষ মুহূর্তে শ্রীলঙ্কা একটি গোল করে ব্যবধান কমাতে সক্ষম হয়।
সাফ ফুটসালে মোট সাতটি দেশ অংশগ্রহণ করছে। নারী দল চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের পরবর্তী ম্যাচ পাকিস্তান ও মালদ্বীপের বিপক্ষে। পুরুষ দল চার ম্যাচে সাত পয়েন্ট অর্জন করেছে। ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দল চ্যাম্পিয়ন হবে।
-এমইউএম










