আসছে ব্ল্যাকপিংকের ‘ডেডলাইন’

ব্ল্যাকপিংকের ভক্তদের জন্য বড় সুখবর হলো, দীর্ঘ সাড়ে তিন বছর পর আগামী ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত হতে যাচ্ছে তাদের তৃতীয় ইপি ‘ডেডলাইন’। এই অ্যালবামে থাকছে ২০২৫ সালের জুলাইয়ে মুক্তি পাওয়া আলোচিত গান ‘জাম্প’, যা বিলবোর্ডের গ্লোবাল ২০০ তালিকার শীর্ষে থেকে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এদিকে ওয়াইজি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, গত ১৬ থেকে ১৮ জানুয়ারি টোকিও ডোমে অনুষ্ঠিত টানা তিনটি শো-তে মোট ১ লাখ ৬৫ হাজার দর্শক উপস্থিত ছিলেন।

কনসার্টের শুরুতেই ‘কিল দিস লাভ’ ও ‘পিংক ভেনম’ পরিবেশন করে মঞ্চে ঝড় তোলেন রোজে, জেনি, লিসা ও জিসু। গানের তালে শিল্পীদের নাচের মুদ্রা পুরো গ্যালারিতে এক অভাবনীয় উন্মাদনা তৈরি করে। পুরো আয়োজনে ‘হুইসেল’ ও ‘বুম্বায়া’ থেকে শুরু করে একের পর এক হিট গান পরিবেশন করেন শিল্পীরা। কনসার্টের শেষভাগে ভক্তদের ভালোবাসায় আবেগতাড়িত হয়ে পড়েন ব্ল্যাকপিংক সদস্যরা।

বিদায়ী বার্তায় তারা জানান, এত দ্রুত সময় কেটে যাওয়ায় তাদের খারাপ লাগছে। এই তিন দিনে দর্শকদের কাছ থেকে পাওয়া অসাধারণ সমর্থনের জন্য তাঁরা সকলের প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। টোকিও পর্ব শেষ করে ব্ল্যাকপিংক এখন হংকংয়ের পথে রওনা হয়েছে। ২৪ থেকে ২৬ জানুয়ারি হংকংয়ের কাই তাই স্পোর্টস পার্কে পারফর্ম করবে গ্রুপটি, যার মধ্য দিয়েই ‘ ডেডলাইন’ ট্যুরের সমাপ্তি ঘটবে।

মাহমুদ সালেহীন খান