ফ্ল্যাট কেনা ও যথাযথভাবে সাজানোর জন্য সরকার দিচ্ছে ১ কোটি টাকা বিশেষ অনুদান
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবার লালমাটিয়ায় অবস্থিত গভর্নমেন্ট দোয়েল টাওয়ারে একটি ১,২১৫ বর্গফুটের ফ্ল্যাট পেতে যাচ্ছে। ফ্ল্যাটটি ক্রয় ও যথাযথভাবে আসবাবপত্রসহ সাজানোর জন্য সরকার বিশেষ অনুদান হিসেবে ১ কোটি টাকা প্রদান করছে। তবে হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় যাচাই সাপেক্ষে ফ্ল্যাটটি হস্তান্তর করা হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় এই বরাদ্দ অনুমোদন দেয়। চলতি অর্থবছরে “আবাসিক ভবন” খাতে বরাদ্দকৃত ৬ কোটি টাকা থেকে এই অর্থ ব্যয় করা হবে।
এদিকে, হাদির হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা পিছিয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাশিতা ইসলাম তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ নির্ধারণ করেছেন ২৫ জানুয়ারি।
উল্লেখ্য, শরীফ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর শুক্রবারের নামাজের পর বিজয়নগরে গণসংযোগ চালানোর সময় তিনি হামলার শিকার হন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
-মামুন










