বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেলেন ভারতীয় ক্রিকেটাররা

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তনের প্রস্তাব দিয়েছে নির্বাচক প্যানেল। নির্বাচক প্রধান অজিত আগরকার এ+ ক্যাটাগরি তুলে দেওয়ার সুপারিশ করেছেন। বোর্ড এ প্রস্তাব অনুমোদন করলে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন ভারতের চার তারকা ক্রিকেটার।

বর্তমানে এ+ ক্যাটাগরিতে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা ও জাসপ্রীত বুমরাহ। এই ক্যাটাগরি বাতিল হলে কেন্দ্রীয় চুক্তিতে শুধু এ, বি ও সি—এই তিনটি স্তর থাকবে। বিষয়টি বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের পরবর্তী বৈঠকে আলোচনায় উঠবে।

এ+ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা বছরে ৭ কোটি রুপি করে পান। তারা যদি এ ক্যাটাগরিতে নেমে যান, তাহলে বার্ষিক পারিশ্রমিক কমে দাঁড়াবে ৫ কোটি রুপি। অর্থাৎ প্রত্যেকে বছরে ২ কোটি রুপি কম পাবেন। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, কোহলি ও রোহিতকে সরাসরি বি ক্যাটাগরিতে নামানো হতে পারে। সেক্ষেত্রে তাদের আয় বছরে ৪ কোটি রুপি পর্যন্ত কমে যেতে পারে।

নির্বাচকদের যুক্তি অনুযায়ী, এ+ ক্যাটাগরি সাধারণত তাদের জন্য, যারা তিন সংস্করণেই নিয়মিত খেলেন। কিন্তু কোহলি ও রোহিত টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিয়েছেন এবং বর্তমানে শুধু ওয়ানডে খেলছেন। জাদেজা খেলছেন টেস্ট ও ওয়ানডে। বুমরাহ তিন ফরম্যাটে খেললেও নিয়মিত নন এবং তাকে ঘন ঘন বিশ্রাম দেওয়া হয়। এসব কারণেই এ+ ক্যাটাগরি বাতিলের সুপারিশ করা হয়েছে।

কেবল এ+ নয়, কেন্দ্রীয় চুক্তির অন্যান্য ক্যাটাগরিতেও পরিবর্তন আসতে পারে। অর্শদীপ সিং ও হর্ষিত রানা বি থেকে সি ক্যাটাগরিতে নামতে পারেন। অন্যদিকে শ্রেয়াস আইয়ার ও অভিষেক শর্মার উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকায় মোহাম্মদ শামি, রবি বিষ্ণুই ও সরফরাজ খান কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন বলেও জানা গেছে।

-এমইউএম