মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মৌলভীবাজারে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার (২০ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার কলেজ স্টেডিয়াম মাঠে ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬ অনুষ্ঠিত হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজারের উপপরিচালক মো. রাশেদুজ্জামানের সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাজহারুল মজিদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আমিরুজ্জামান, অমর কুমার সেন, মাসুদুর রহমান তালুকদার, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মশাহিদ আহমদ, মৌলভীবাজার২৪-এর সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নকআউট পদ্ধতিতে আয়োজিত এ টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো— সিপিএএম মৌলভীবাজার, জেলা ক্রীড়া সংস্থা মৌলভীবাজার, শাহ হেলাল উচ্চ বিদ্যালয় (মৌলভীবাজার) এবং কালেঙ্গা উচ্চ বিদ্যালয় (কমলগঞ্জ)।
আলোচনা সভায় অতিথিরা বলেন, মাদকের মরণ ছোবল থেকে সমাজ ও দেশকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে। পরিবারের কেউ যেন মাদকদ্রব্যের ক্রয়-বিক্রয় বা ব্যবহারে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান তারা। পাশাপাশি সন্তানদের নিয়মিত সময় দেওয়া, খোঁজখবর রাখা, পড়াশোনা ও খেলাধুলায় উৎসাহিত করা এবং ছোটবেলা থেকেই সংযত জীবনযাপনের নৈতিক শিক্ষা দেওয়ার ওপর গুরুত্ব দেন বক্তারা।
বক্তারা আরও বলেন, মাদকাসক্তি একটি গুরুতর সামাজিক ব্যাধি এবং সামাজিক আন্দোলনের মাধ্যমেই এ সমস্যা নির্মূল করা সম্ভব। অনুষ্ঠান শেষে মাদকমুক্ত পরিবার গঠনের অঙ্গীকার নিয়ে সবাই শপথ পাঠ করেন।
-রিপন আহমদ, মৌলভীবাজার










