হোসেনপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

কিশোরগঞ্জের হোসেনপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা বিএনপির ও পৌর বিএনপির উদ্যোগে হোসেনপুর কুঁড়িঘার্ট বালুর মাঠে আয়োজিত সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মাজাহারুল ইসলাম জুয়েলেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ০১ আসনের ধানের শীর্ষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাজাহারুল ইসলাম।

অনুষ্ঠান টি কোরআন তেওলায়াতের মধ্যে দিয়ে শুরু হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন অবদান তুলে ধরেন আলোচনা সভায় বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক এডভোকেট মাজাহারুল ইসলাম, সেচ্ছা সেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার, যুব দলের সভাপতি জিএস শরিপ, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র এস এম মাহবুবর রহমান।

এতে আরো উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি সফিকুল ইসলাম, জহির মাস্টার, পৌর বিএনপির সাধারন সাধারন সম্পাদক মানছুরুল হক রবিন, হোসেনপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক মশিউর রহমান চন্দন, কৃষক দলের সভাপতি আব্দুস সালাম, সাধারন সম্পাদক হোসেন আলী, তাতীদলের সভাপতি শামছুল আলম পারভেজ, যুবদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম হিমেল, স্বপন মিয়া, স্বিপন মিয়া, সাংবাদিক আতাহার আলী মৃর্ধা মাসুদ, ডালিমসহ কৃষক দল, ছাত্রদল, কলেজ শাখা ছাত্রদল, তাতীদল, জাসস, নবীনদল,জিয়ামঞ্চসহ অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা।

শুভেচ্ছা ও স্বাগত বক্তব্যে ঢাকা জজ কোর্টের আইনজীবী ও হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট মনিরুল হক রাজন বলেন, শহীদ জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া। তাঁর জন্ম না হলে বাংলাদেশ নামক দেশটি বিশ্ব মানচিত্রে স্থান পেত না। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে সম্মুখযুদ্ধে অংশ নেন। যুদ্ধ শেষে তিনি ক্ষমতার লোভে না পড়ে ব্যারাকে ফিরে যান। পরে ১৯৭৫ সালের সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। তিনি দেশের মানুষকে বাকস্বাধীনতা দিয়েছেন এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন।

দুই ধাপে চলা অনুষ্ঠানটি পরিচালনা করেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র এস এম মাহবুবর রহমান এবং যুগ্ম আহবায়ক আবুল হাসিম সবুজ

মোঃশামছুল হক,হোসেনপুর, কিশোরগঞ্জ