গণভোটের প্রচার ও অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে শেরপুরে জেলা ইমাম সম্মেলন

গণভোটের প্রচার এবং ভোটারদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে শেরপুরে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় শেরপুর পৌর ঈদগাহ মাঠে এ সম্মেলন আয়োজন করা হয়।

সম্মেলনের সভাপতিত্ব করেন শেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস এম মোহাইমোনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, “২০২৬ সালের গণভোট ও সংসদ নির্বাচনে দেশের ভবিষ্যৎ নির্ধারণের চাবি জনগণের হাতেই। তাই সবাইকে সচেতনভাবে ‘হ্যাঁ’ ভোট প্রদানের মাধ্যমে অংশ নিতে হবে। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে থাকবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেরপুরের প্রতিনিধি ও সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান ভূঞা। তিনি বলেন, “‘হ্যাঁ’ ভোট দিলে সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ যাবে—এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভুল। সংবিধানে বিসমিল্লাহ রয়েছে এবং তা বাদ দেওয়ার কোনো উল্লেখ নেই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহাম্মেদ, শেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মাহবুবা হক, শেরপুর সিভিল সার্জনের প্রতিনিধি ডা. নাহিদ কামাল, শেরপুর ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান, জেলা তথ্য অফিসার আবুল খায়ের, জেলা নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, শেরপুর জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার মোহতামিম মোঃ সিদ্দিক আহাম্মেদ এবং শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।

সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে শেরপুর জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

-মাকসুদুর রহমান, শেরপুর