বিএনপি প্রার্থী আরিফুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা, অন্যদের স্থগিত ও বাতিল

সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম শনিবার (৩ জানুয়ারি) এই ঘোষণা দেন।

তবে একই আসনে এনসিপির প্রার্থী রাশেদ উল আলম ও জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে স্থগিত রাখা হয়েছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ-র প্রার্থী মাওলানা সাইদ আহমদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আরিফুল হক চৌধুরীর দাখিলকৃত হলফনামায় দেখা গেছে, তিনি প্রায় সাড়ে ৮ একর জমির মালিকানা মাত্র প্রায় ২০ লাখ ১৫ হাজার টাকা দিয়ে প্রদর্শন করেছেন। এছাড়া পাঁচ হাজার ৩৫ বর্গফুটের অ্যাপার্টমেন্টের দাম দেখানো হয়েছে প্রায় ৩২ লাখ ৩৩ হাজার টাকা। তার স্ত্রীর নামে রয়েছে ১৯,৫৯৩ বর্গফুট মালিকানার বাড়ি, যার মূল্য ৫ কোটি ৬০ লাখ টাকারও বেশি। তারা মোট মিলিয়ে কোটি কোটি টাকার সম্পদের মালিক হিসাবে ঘোষনা দিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত সিলেট সিটি করপোরেশনের মেয়র ছিলেন আরিফুল হক চৌধুরী। মেয়র থাকার সময় তার বার্ষিক আয় ছিল সাত লাখের কিছু বেশি, যা ২০২৫ সালে প্রায় চারগুণ বৃদ্ধি পেয়ে ৩১ লাখ টাকা ছাড়িয়েছে। তাঁর দামে দুটি গাড়ি ও স্বর্ণালঙ্কারও আছে।

 

রাসেল রানা