নারায়ণগঞ্জের স্বর্ণ ব্যবসায়ীদের কাছ থেকে র্যাব পরিচয়ে ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার মূলহোতাকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. বেল্লাল খান তুহিন (৩৮)। রোববার (১৮ জানুয়ারি) রাতে পটুয়াখালী জেলার নলখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার প্রেক্ষাপট
গত ৭ জানুয়ারি বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল এলাকায় এই চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী মোজাম্মেল হক হুমায়ুন (৫২) ও ফজলে রাব্বি (২৮) ঢাকা থেকে ‘শ্রাবণ পরিবহন’ যোগে নারায়ণগঞ্জ ফিরছিলেন। পথে র্যাব পরিচয়ে একদল ছিনতাইকারী তাদের বাস থেকে নামিয়ে নেয়।
এরপর টাকার ব্যাগসহ তাদের চোখ গামছা দিয়ে বেঁধে গাড়িতে তুলে নেওয়া হয়। ছিনতাইকারীরা তাদের মারধর করে এবং সোনারগাঁর লাঙ্গলবন্দ সেতুর নিচে ফেলে রেখে পালিয়ে যায়।
যেভাবে গ্রেপ্তার হলেন প্রধান আসামি
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এবং র্যাব-৮ এর একটি চৌকস দল পটুয়াখালীতে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে বেল্লালকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে:
নগদ ২ লাখ ৩৭ হাজার ৯১০ টাকা।
৩টি মোবাইল ফোন।
১টি স্বর্ণের আংটি।
র্যাবের বক্তব্য
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেল্লাল খান তুহিন ছিনতাইয়ের সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। র্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত বেল্লালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান।
মাহমুদ কাওসার,নারায়ণগঞ্জ










