বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো ব্যাংক ও সিটি করপোরেশন

দেশি ও বিদেশি বিনিয়োগ আরও উৎসাহিত করা এবং ব্যবসা পরিচালনার প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের সঙ্গে নতুন করে ১১টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সংযোগ স্থাপন করা হয়েছে। এ লক্ষ্যে চারটি ব্যাংক ও সাতটি সিটি করপোরেশনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিডার সম্মেলন কক্ষে এ এমওইউ সই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর (অব.) মো. শাহারুল হুদা।

নতুন করে যুক্ত হওয়া ব্যাংকগুলো হলো রূপালী ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। পাশাপাশি রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, গাজীপুর ও নারায়ণগঞ্জ—এই সাতটি সিটি করপোরেশনও বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে সংযুক্ত হলো।

এই সমঝোতার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংক ও সিটি করপোরেশনগুলোর সেবা ব্যবস্থা বিডার অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে একীভূত হবে। ফলে বিনিয়োগকারীরা একই ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে ব্যাংক হিসাব খোলা, ট্রেড লাইসেন্স গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা দ্রুত ও সহজে পেতে পারবেন।

অনুষ্ঠানে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে বড় বিনিয়োগকারী—সবাই যেন একটি মাত্র ওয়েবসাইট ও একটি লগইনের মাধ্যমে প্রয়োজনীয় সরকারি সেবা পান, সেটিই বিডার প্রধান লক্ষ্য। তিনি আরও জানান, সেবাগুলো বাস্তবে কতটা কার্যকর হচ্ছে, তা নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত করা হবে।

‘ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮’-এর আওতায় বিনিয়োগসংক্রান্ত সেবা একক প্ল্যাটফর্মে দেওয়ার লক্ষ্যে ২০১৯ সালে বিডা এই পোর্টাল চালু করে। সর্বশেষ ১১টি প্রতিষ্ঠান যুক্ত হওয়ায় এখন পর্যন্ত মোট ৫২টি প্রতিষ্ঠানের সঙ্গে বিডার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে এই পোর্টালের মাধ্যমে ৪৭টি সংস্থার ১৪২টি সেবা প্রদান করা হচ্ছে এবং এ পর্যন্ত দুই লাখের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

-আফরিনা সুলতানা/