বিপিডিবি এখন আগের চেয়ে ভালো অবস্থানে রয়েছে: রেজাউল করিম

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম আশা প্রকাশ করেছেন যে, বর্তমানের তুলনায় ভবিষ্যতে এই প্রতিষ্ঠান আরও শক্তিশালী ও উন্নত অবস্থানে যাবে। সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘বিপিডিবি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
চেয়ারম্যান রেজাউল করিম বলেন, “আমরা যে অবস্থায় বিপিডিবিতে যোগদান করেছিলাম, বর্তমানে প্রতিষ্ঠানটি তার চেয়ে বেশ ভালো অবস্থানে রয়েছে। একটি সংগঠন কোনো প্রতিষ্ঠানের ধারক ও বাহক হিসেবে কাজ করে। ব্যক্তিগত স্বার্থ নয়, বরং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়ার মনোভাবই একটি সংগঠনকে আইকনিক হিসেবে গড়ে তোলে।” তিনি সংগঠনের লক্ষ্য অর্জনে মহৎ উদ্দেশ্যে অবিচল থাকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিপিডিবি’র সদস্য প্রকৌশলী মো. জহুরুল ইসলাম বলেন, ব্যক্তিগত বা ব্যবসায়িক স্বার্থের কারণে অনেক সময় সংগঠন ক্ষতিগ্রস্ত হয়। তাই প্রকৌশলীদের অধিকতর পরিশ্রমী ও অধ্যবসায়ী হওয়ার পাশাপাশি দাবি-দাওয়া আদায়ের ক্ষেত্রে যৌক্তিক হওয়ার পরামর্শ দেন তিনি।
সদস্য (কোম্পানি অ্যাফেয়ার্স) প্রকৌশলী আ. ন. ম. ওবায়দুল্লাহ বলেন, সংগঠন সক্রিয় থাকলে সংস্থার স্বার্থ নিয়ে কথা বলার একটি যথাযথ প্ল্যাটফর্ম তৈরি হয়। অন্যদিকে, সদস্য (বিতরণ) প্রকৌশলী মো. আ. বাছিদ মন্তব্য করেন যে, এই অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশের মাধ্যমে বিপিডিবি’র প্রকৌশলীদের পেশাগত সুরক্ষা ও অধিকার নিয়ে কথা বলার অনন্য সুযোগ তৈরি হলো।
বিপিডিবি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন গঠনতন্ত্র কমিটির সদস্য সচিব প্রকৌশলী এ কে এম মহিউদ্দিন আজমী তার বক্তব্যে স্পষ্ট করেন যে, এই সংগঠনটি সম্পূর্ণ নির্দলীয়, নিরপেক্ষ এবং একটি সার্বজনীন সংস্থা হিসেবে বিপিডিবির সার্বিক স্বার্থ রক্ষায় কাজ করে যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিউবোর বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা সবাই প্রতিষ্ঠানের আধুনিকায়ন ও গ্রাহকসেবার মানোন্নয়নে প্রকৌশলীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর জোর দেন।
লামিয়া আক্তার