বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধারের পর সাগরে অবমুক্ত

আমাদের দেশে বিলুপ্তপ্রায় কচ্ছপ। কক্সবাজারের পেকুয়ায় গভীর রাতে বিপন্ন প্রজাতির একটি মা কচ্ছপকে উদ্ধার করে সাগরে অবমুক্ত করেছে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামানের নেতৃত্বে একটি দল।

রোববার রাত ১১টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের জালিয়াখালী নামক এলাকার থেকে কচ্ছপটি উদ্ধার করে বঙ্গোপসাগরের মগনামা কুতুবদিয়া চ্যানেলে অবমুক্ত করা হয়।

খবর পেয়ে স্থানীয় জেলে শাহিনের বাড়ি থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়। তিনি ধারণা করছেন, মা কচ্ছপটি ডিম দিতে নদীতে আসতে পারে এবং নদীতে বসানো জালে আটকা পড়ে। জেলে কচ্ছপটি বাড়িতে নিয়ে আসলে দীর্ঘক্ষণ কূলে থাকার কারণে দুর্বল হয়ে পড়েছিল।

সেটিকে দ্রুত সাগরে অবমুক্ত করা হয় এবং কচ্ছপটি সাগরে সাঁতার কেটে ডুব দিয়ে চলে যায়।

-আরাফাত হোসেন, কক্সবাজার