জঙ্গি হামলায় কাবুলে নিহত ৭, দায় স্বীকার আইএসআইএলের

ছবি : সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন চীনা নাগরিক রয়েছেন, অন্যরা আফগানিস্তানের বাসিন্দা। সোমবার রাতের এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএসআইএল।

যে রেস্তোরাঁয় বিস্ফোরণটি ঘটে, সেটি একজন চীনা মুসলিম নাগরিকের সঙ্গে যৌথভাবে পরিচালিত হতো। রেস্তোরাঁটির রান্নাঘরের কাছেই বিস্ফোরণটি সংঘটিত হয়। আইএসআইএলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এক আত্মঘাতী হামলাকারী এ হামলা চালিয়েছে।

আফগান পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, হামলার স্থানটি কাবুলের বাণিজ্যিক এলাকা শাহর-ই-ন-এ অবস্থিত। এলাকাটিতে বিভিন্ন অফিস ভবন, শপিং সেন্টার ও বিদেশি দূতাবাস রয়েছে এবং এটিকে কাবুলের অন্যতম নিরাপদ অঞ্চল হিসেবে বিবেচনা করা হতো। তবে এই বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র : আলজাজিরা।

-আফরিনা সুলতানা/