বান্দরবানের আলীকদম উপজেলার জানালীপাড়া গ্রামে শনিবার সন্ত্রাসীদের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। হামলার ঘটনা সকালে ও বিকেলে দুই দফায় ঘটে।
স্থানীয়রা জানান শনিবার সকালে বাগানে চুরি করার সময় জাফর নামের এক ব্যক্তিকে গ্রামবাসী ধরে থানায় খবর দেওয়ার জন্য আটক করে রাখে। এর আগে পুলিশকে খবর না দেওয়ার সুযোগে জাফরের দলের ১২ থেকে ১৪ জন সন্ত্রাসী দা, চায়নিজ কুড়াল ও লাঠিসোটা নিয়ে পাড়াবাসীর ওপর হামলা চালায়। ম্রো সম্প্রদায়ের লোকেরা মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জাফরকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় গুরুতর আহত হয়েছেন ডাংয়া ম্রো ও প্রেক্য ম্রো, তাদের মাথা ও পিঠে আঘাত লেগেছে।
আলীকদম উপজেলা স্বাস্থ্যকেন্দ্র জানায় গুরুতর আহত ডাংয়া ম্রো, প্রেক্য ম্রো ও অমর ত্রিপুরাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এলাকার ওসি আলমগীর শাহ জানিয়েছেন, গত সপ্তাহে জাফরকে গ্রেপ্তার করা হয়েছিল। দুই দিন কারাগারে থাকার পর শনিবার পুনরায় চুরি ও হামলার ঘটনায় জাফর ও তার সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।
সাবরিনা রিমি/










