টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো ৪০ টির ও বেশি ঘর


কক্সবাজারের টেকনাফে লেদা ও আলীখালী রোহিঙ্গা ক্যাম্পে (ক্যাম্প ২৪ ও ২৫) ২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার রাতে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে পুড়লো প্রায় ৪০-৫০টি বসতি ঘর। কিছু সংবাদমাধ্যমের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী এই সংখ্যা ১০০ পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

রোববার রাত প্রায় ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৪ নম্বর লেদা ক্যাম্পের ‘এফ’ ব্লকে আগুনের সূত্রপাত হয় এবং পরবর্তীতে পার্শ্ববর্তী ২৫ নম্বর আলীখালী ক্যাম্পে ছড়িয়ে পড়ে।

 প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যাম্পের এক বাসিন্দার ঘরে মোবাইল চার্জার বিস্ফোরণ থেকে এই আগুনের উৎপত্তি।

 ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এবং স্থানীয় রোহিঙ্গাদের প্রায় তিন ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার বিষয়টি জেনেছি। কিভাবে আগুন লাগছে সেটা এখনো জানা যায়নি। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও স্থানীয় রোহিঙ্গা সহ পুলিশের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

উল্লেখ্য যে, এর আগে ২৫ ও ২৬ ডিসেম্বর উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

মামুন/