বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ জানুয়ারি (রোববার) রাত পৌণে ১০টায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল রোডস্থ নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনের বিএনপির প্রার্থী ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম নূরুর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক প্রকৌশলী মঞ্জুর মোর্শেদ সুমন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হামিদুর রহমান।
উক্ত দোয়া মাহফিলে নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো. লতিফুর রহমান রুবেল, অর্থ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, দপ্তর সম্পাদক মো. লাবু, শ্রমিক নেতা মো. জিল্লুর রহমান, মোঃ নুর আলম নুরুসহ নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের অন্যান্য সদস্য ও বিএনপির অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,পৌর বিএনপির ১২টি ওয়ার্ডে ধারাবাহিক দোয়া মাহফিল কর্মসূচির অংশ হিসেবে এই দোয়া মাহফিলের আয়োজন করে দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন।
মো. ইউসুফ আলী, দিনাজপুর










