বিশ্বের অন্যতম বড় অনলাইন তথ্যভান্ডার উইকিপিডিয়া একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে নতুন চুক্তি করেছে। এ উদ্যোগের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–সংক্রান্ত কাজের ক্ষেত্রে নীতিগত পরিবর্তনের আভাস দিচ্ছে উইকিমিডিয়া ফাউন্ডেশন।
সংস্থার বরাত দিয়ে জানা গেছে, মাইক্রোসফট, মেটা, পারপ্লেক্সিটি, অ্যামাজন এবং ফ্রান্সভিত্তিক মিস্ট্রাল এআই-এর সঙ্গে চুক্তি হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অনুমোদিত ও নিয়ন্ত্রিতভাবে উইকিপিডিয়ার তথ্য ব্যবহার করতে পারবে। ফাউন্ডেশন আশা করছে, এতে ওয়েব থেকে অবাধে তথ্য সংগ্রহ বা ‘স্ক্র্যাপিং’-এর প্রবণতা কমবে এবং তাদের সার্ভার ও প্রযুক্তিগত অবকাঠামোর ওপর চাপও হ্রাস পাবে।
উইকিপিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জিমি ওয়েলস জানিয়েছেন, মানুষের হাতে তৈরি ও যাচাই করা তথ্য এআই প্রশিক্ষণের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য। তবে বড় পরিসরে তথ্য ব্যবহার করলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর উচিত সেই ব্যয়ের অংশীদার হওয়া।
উইকিমিডিয়া ফাউন্ডেশন বর্তমানে মূলত অনুদানের মাধ্যমে চালিত, যা সাধারণ মানুষের জন্য তথ্য উন্মুক্ত রাখার উদ্দেশ্যে। নতুন চুক্তিগুলো বাণিজ্যিক এআই পণ্য তৈরিতে সহায়তা দেয়ার জন্য, যা পূর্বে গুগল ও কয়েকটি ছোট এআই প্রতিষ্ঠানের সঙ্গে করা হয়েছে।
ফাউন্ডেশন জানিয়েছে, তারা নিজেদের কাজেও এআই ব্যবহার করার সম্ভাবনা বিবেচনা করছে। তবে নিবন্ধ লেখা বা মূল কন্টেন্ট তৈরি করার জন্য এআই ব্যবহারের কোনো পরিকল্পনা নেই। এআই মূলত রক্ষণাবেক্ষণ, লিংক ঠিক করা ও সম্পাদকদের সহায়ক টুল হিসেবে ব্যবহৃত হবে। ভবিষ্যতে অনুসন্ধান ব্যবস্থাও আরও ব্যবহারবান্ধব করার পরিকল্পনা রয়েছে।
সূত্র: টেক্লুসিভ
সাবরিনা রিমি/










