উত্তর সিরিয়ায় বড় ধরনের সামরিক অগ্রগতি অর্জন করেছে দেশটির সেনাবাহিনী। তারা ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত তাবকা শহর ও সেখানকার সামরিক বিমানঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছে। একই সঙ্গে তারা দেশটির সবচেয়ে বড় ইউফ্রেটিস বাঁধ দখল করেছে। আলেপ্পো থেকে মনোযোগ সরিয়ে এখন তারা রাক্কা প্রদেশের দিকে এগোচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এসব তথ্য জানিয়েছে।
সিরিয়ার তথ্যমন্ত্রী হামজা আল-মুস্তাফা গতকাল রোববার বলেন, সরকারপন্থি বাহিনী তাবকা এলাকা থেকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-সংশ্লিষ্ট যোদ্ধাদের সরিয়ে দিতে সক্ষম হয়েছে। পিকেকেকে তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল।
সিরিয়ার সরকার অভিযোগ করেছে, তাবকা এলাকায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এবং পিকেকেঘনিষ্ঠ গোষ্ঠীগুলো বন্দি ও আটক ব্যক্তিদের হত্যা করেছে।
খুব দ্রুত বদলে যাচ্ছে যুদ্ধের পরিস্থিতি
আলজাজিরার সাংবাদিক জেইন বাসরাভি জানান, উত্তর সিরিয়ায় যুদ্ধের গতি হঠাৎ করেই অনেক বেড়ে গেছে। মাত্র দুই সপ্তাহ আগেও আলেপ্পোর বিভিন্ন এলাকায় তীব্র সংঘর্ষ চলছিল। কিন্তু গত ২৪ ঘণ্টার মধ্যেই এসডিএফের নিয়ন্ত্রণে থাকা একাধিক এলাকা আবার সরকারের হাতে চলে এসেছে। সিরিয়ার সেনাবাহিনী এখন আলেপ্পো থেকে মনোযোগ সরিয়ে রাক্কা প্রদেশের দিকে এগোচ্ছে।
এসডিএফ কোণঠাসা
এই অঞ্চলের শহরগুলোয় আরব জনগোষ্ঠীর সংখ্যা বেশি। সেখানে কুর্দি নেতৃত্বাধীন এসডিএফের প্রতি আগে থেকেই তেমন সমর্থন ছিল না। ফলে এসডিএফ এখন আলেপ্পো ও রাক্কা– দুই দিক থেকেই চাপের মধ্যে পড়েছে এবং ধীরে ধীরে পিছু হটতে বাধ্য হচ্ছে।
রাক্কা এক সময় (২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত) আইএস বা আইএসআইএলের স্বঘোষিত রাজধানী ছিল। পরে যুক্তরাষ্ট্র সমর্থিত এসডিএফ শহরটি আইএসের কাছ থেকে মুক্ত করে। তবে দীর্ঘ যুদ্ধের কারণে শহরটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয় এবং ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, একটি বিস্ফোরণে পুরোনো সেতুর কাছে পানির পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাক্কার পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।
সিরিয়ার সেনাবাহিনী জানায়, তারা আগে থেকেই মানসুরা বাঁধ ও আশপাশের কয়েকটি শহর দখল করেছে। এতে তারা রাক্কার পশ্চিম ফটক থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে পৌঁছে গেছে। ওই এলাকায় ঘেরাও হওয়ার পর ৬৪ জন এসডিএফ যোদ্ধা আত্মসমর্পণ করেছে।
এসডিএফ বলছে, সরকারি বাহিনী তাদের অবস্থানে গোলাবর্ষণ করছে এবং ইউফ্রেটিস নদীর পূর্ব তীরে সরকার সেনা পাঠাচ্ছে।
এই সামরিক অগ্রযাত্রার মধ্যেই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা কুর্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি এবং কুর্দি জনগোষ্ঠীকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবুও বাস্তবে সেনা অভিযানের কারণে কুর্দি নিয়ন্ত্রিত স্বায়ত্তশাসিত অঞ্চলগুলোর ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে।
আলকায়দাসংশ্লিষ্ট নেতাকে হত্যা মার্কিন বাহিনীর
আলকায়দাসংশ্লিষ্ট এক নেতাকে শুক্রবার মার্কিন সামরিক বাহিনী হত্যা করেছে। গত শনিবার এক বিবৃতিতে মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে সক্রিয় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এ খবর জানিয়েছে।
নিহত বিলাল হাসান আল-জসিমের জঙ্গিগোষ্ঠী আইএসআইএসের এক বন্দুকধারীর সঙ্গে সংযোগ ছিল। গত ১৩ ডিসেম্বর সিরিয়ার পালমিরাতে যুক্তরাষ্ট্র ও সিরীয় সেনাসদস্যদের হতাহতের ঘটনায় ওই বন্দুকধারী জড়িত ছিল, বলছে সেন্টকম।
-saimun










