রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ, ব্যবস্থা নিতে ইসিতে চিঠি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং ‘মব’ বা উত্তেজিত জনতা সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়ার গুরুতর অভিযোগ আনা হয়েছে।

সহকারী রিটার্নিং অফিসার ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বকর সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এই অভিযোগ আনা হয়। গত শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে চিঠিটি পাঠিয়ে রুমিন ফারহানার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

অভিযোগে যা বলা হয়েছে
চিঠিতে অভিযোগ করা হয়, গত শনিবার সরাইলের ইসলামাবাদ গ্রামে আচরণবিধি লঙ্ঘন করে জনসমাবেশ করেন রুমিন ফারহানা। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান সমাবেশটি ভেঙে দেন এবং জুয়েল মিয়া নামে একজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযোগে আরও বলা হয়, এ সময় রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুল প্রদর্শন’ করেন এবং আঙুল উঁচিয়ে বারবার হুমকি দেন। তার সঙ্গে থাকা সমর্থকরাও মারমুখী আচরণ করে ‘মব’ সৃষ্টি করে, যা বিচারিক কাজে বাধা এবং নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

‘নিরপেক্ষ না থাকলে যেকোনো আসনে ৫ আগস্ট ঘটতে পারে’
এদিকে, আজ রোববার বিকেলে সরাইলের কালীকচ্ছে এক মতবিনিময় সভায় ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচন সংশ্লিষ্টদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, “আশা করি প্রশাসন, পুলিশ, কমিশন, সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে। আপনাদের ৫ আগস্টের কথা মনে রাখতে হবে। নিরপেক্ষ না থাকলে সারা দেশে যেমন ৫ আগস্ট হয়েছিল, তেমনি যেকোনো আসনে ৫ আগস্ট ঘটতে পারে।”

এই ঘটনায় রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণা এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।


মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক