বাংলাদেশ সমস্যা সমাধান না হলে বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহও বাকি নেই। তবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। চলমান এই সংকটের মধ্যেই পাকিস্তানের অবস্থান আইসিসির উদ্বেগ আরও বাড়িয়েছে। বাংলাদেশের সমস্যা সমাধান না হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও সুপার ও টেলিকমএশিয়া ডটনেট।

মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার ঘটনায় ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ কারণে ভারত থেকে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। আইসিসি এই সিদ্ধান্ত পরিবর্তনের চেষ্টা চালালেও এখনো সফল হয়নি।

সবশেষ গতকাল ঢাকায় বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে আইসিসির প্রতিনিধিদল, তবে সেখানেও বাংলাদেশের অবস্থান পরিবর্তন করাতে পারেনি তারা। ফলে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েই তৈরি হয়েছে বড় প্রশ্নচিহ্ন।

এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে। জিও সুপার সূত্রে জানিয়েছে, বিসিবি যে নিরাপত্তাজনিত কারণ দেখিয়েছে, তা বৈধ বলেই মনে করছে ইসলামাবাদ। এ বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সমর্থন দেবে পাকিস্তান।

সূত্র আরও জানায়, যদি এই সংকটের কোনো সমাধান না আসে এবং বাংলাদেশের সমস্যা উপেক্ষিত থাকে, তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ নিয়েও পুনর্বিবেচনা করবে পাকিস্তান। একই সঙ্গে ভারত যেন বাংলাদেশকে কোনো ধরনের চাপ দিতে না পারে, সে বিষয়েও নজর রাখবে তারা।

পাকিস্তানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের আপত্তি যুক্তিসংগত এবং এ ক্ষেত্রে কোনো দলকে জোর করা যায় না। বাংলাদেশের সমস্যা সমাধান না হলে পাকিস্তানও বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।

 

-এমইউএম