সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ব্যাট করতে নেমে ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস উভয়ই সেঞ্চুরির দেখা পেয়েছেন, যা নিউজিল্যান্ডকে দিয়েছে ৩৩৭ রানের বড় সংগ্রহ। ফলে সিরিজ জিততে হলে স্বাগতিক ভারতকে করতে হবে ৩৩৮ রান।
ভারতের অধিনায়ক শুবমান গিল টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান। শুরুটা কিউইদের জন্য হতাশাজনক ছিল। মাত্র ৫ রানেই সাজঘরে ফেরেন দুই ওপেনার—হেনরি নিকোলস ১ বলে ০ রানে এবং ডেভন কনওয়ে ৪ বলে ৫ রানে।
তবে উইল ইয়াং ও ড্যারেল মিচেল দলের শুরুটা সামলান। ইয়াং ৪১ বলে ৩০ রানে আউট হন। এরপর চতুর্থ উইকেট জুটিতে মিচেল ও ফিলিপস ভারতের বোলারদের উপর আক্রমণ চালিয়ে ২১৯ রানের বিশাল জুটি গড়েন।
ড্যারেল মিচেল ১৩১ বলে ১৫ চার ও পাঁচ ছয়ে ১৩৭ রান করে অপরাজিত থাকেন। গ্লেন ফিলিপস ৮৮ বলে নয়টি চার ও তিনটি ছয়ে ১০৬ রান করেন। শেষদিকে মিচেল হে ২, জ্যাকস ফোলকস ১০, ক্রিস্টিয়ান ক্লার্ক ১১, দলনেতা ব্রেসওয়েল ২৮ রান করেন এবং জেমিসন অপরাজিত থাকেন।
ভারতের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন অর্শদীপ সিং ও হারশিত রানা। এছাড়া মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব একটি করে উইকেট নেন।
-এমইউএম










