জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আফগানিস্তানের বিশ্বকাপ ম্যাচ জয়ের নায়ক

আফগানিস্তান ক্রিকেটের কিংবদন্তি এবং দেশটির সোনালী প্রজন্মের অন্যতম পেসার শাপুর জাদরান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর এক কঠিন লড়াই লড়ছেন। আফগান ক্রিকেটের ঘনিষ্ঠ সূত্র এবং তার পরিবারের পক্ষ থেকে এই উদ্বেগজনক তথ্য নিশ্চিত করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই গুরুতর শারীরিক জটিলতায় ভুগছিলেন শাপুর। গত ১২ জানুয়ারি তার ভাই ঘামাই জাদরান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শাপুরের অবস্থা আশঙ্কাজনক এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, তার রক্তে শ্বেত রক্তকণিকার মাত্রা বিপজ্জনকভাবে কমে গেছে, যা তার শারীরিক অবস্থাকে চরম সংকটাপন্ন করে তুলেছে। তবে অসুস্থতার সঠিক কারণ জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

শাপুরের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থনার জোয়ার বইছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ এক আবেগঘন বার্তায় লিখেছেন, “যে মানুষটি সবসময় সিংহের মতো লড়েছে, আজ তার জীবনের লড়াইয়ে আমাদের সবার দোয়া দরকার।” আফগানিস্তানের বর্তমান ও সাবেক ক্রিকেটারসহ অসংখ্য ভক্ত প্রিয় এই তারকার দ্রুত আরোগ্য কামনা করছেন।

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া শাপুর জাদরান ছিলেন আফগান পেস আক্রমণের প্রধান সেনানি। ৪৪টি ওয়ানডে (৪৩ উইকেট) এবং ৩৬টি টি-টোয়েন্টি (৩৭ উইকেট) শিকার করেছেন এই পেসার।

২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে শেষ মুহূর্তে ব্যাট হাতে জয়সূচক রান নিয়ে আফগানিস্তানকে তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ জয় এনে দিয়েছিলেন তিনি। বাউন্ডারি মেরে ডানা মেলে তার সেই দৌড়ানোর দৃশ্য আজও আফগান ক্রিকেটের অন্যতম আইকনিক ছবি। দীর্ঘ এক দশকেরও বেশি সময় মাঠ মাতিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ক্রিকেটকে সাধারণ মানুষের আবেগের জায়গায় নিয়ে যেতে শাপুরের অবদান অনস্বীকার্য। এখন সেই লড়াকু যোদ্ধার সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় প্রহর গুনছে পুরো ক্রিকেট বিশ্ব।

-এম. এইচ. মামুন