ঢাকা-বরিশাল মহাসড়কের ঘটকচরে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, বাস খাদে পড়ে নিহত ৫

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। এ ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একাধিক যাত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিকেলে দ্রুতগতিতে চলা বাসটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সংঘর্ষ ও খাদে পড়ার সময় বাস ও ইজিবাইক দুটিই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানান, কয়েকজন আহতের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর