নকলায় পারিবারিক কলহের জেরে কন্যাকে গলাটিপে হত্যা

শেরপুরের নকলা উপজেলায় পারিবারিক কলহের জেরে ছয় বছর বয়সী মরিয়ম নামে এক কন্যাশিশুকে গলাটিপে হত্যা করার অভিযোগ উঠেছে তার পিতা বাবু মিয়ার বিরুদ্ধে। একই ঘটনায় চার বছর বয়সী মীমকেও হত্যার চেষ্টা করা হয়। বর্তমানে সে গুরুতর আহত অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার চরবসন্তী মধ্যপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত বাবু মিয়াকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চরবসন্তী গ্রামের বাবু মিয়া ও তার স্ত্রী হাসিনার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে কিছুদিন আগে হাসিনা বাবার বাড়িতে চলে যান। এরপর বাবু মিয়া দুই কন্যাকে নিয়ে ঢাকায় বসবাস করছিলেন। সম্প্রতি তিনি শিশু দুটিকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন।

রবিবার সকালে বাবু মিয়া বড় মেয়ে মরিয়মকে গলাটিপে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। পরে ছোট মেয়ে মীমকেও একইভাবে হত্যার চেষ্টা করেন। এ সময় বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে আটক করেন। পরে গুরুতর আহত মীমকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত বাবু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জাফর আহাম্মদ (শেরপুর,ময়মনসিংহ)