জয়পুরহাটের পাঁচবিবিতে সংঘটিত চাঞ্চল্যকর ইয়ানুর হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (১৮ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৫। এর আগে গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ৮ জানুয়ারি রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে হামলার শিকার হন ইয়ানুর হোসেন। মোটরসাইকেলে করে বন্ধু আল-আমিনকে সঙ্গে নিয়ে শালাইপুর বাজারে যাওয়ার পথে গোলাম মোস্তফার নেতৃত্বে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের পথরোধ করে। এ সময় চাপাতি, চাইনিজ কুড়াল, লাঠি-সোটাসহ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ইয়ানুর ও তার বন্ধুকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত আল-আমিন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় নিহত ইয়ানুরের ভাই মুমিনুর ইসলাম বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।
র্যাব আরও জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে অভিযান চালিয়ে পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
-জয়নাল আবেদীন জয়
জয়পুরহাট










