প্রতারণা রোধে নতুন নির্দেশনা; কেবল ‘ভূমি’ অ্যাপেই যাচাই করুন কিউআর কোড

ভূমিসেবা সিস্টেমের নামে নকল দাখিলা, খতিয়ান ও ডিসিআর (DCR) তৈরি করে সাধারণ মানুষকে প্রতারিত করছে এক বা একাধিক সংঘবদ্ধ চক্র। এই জালিয়াতি রোধে এবং নিরাপদ ভূমিসেবা নিশ্চিত করতে জরুরি সতর্কতা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। নাগরিকদের স্পষ্ট জানানো হয়েছে, মন্ত্রণালয়ের নিজস্ব ‘ভূমি’ (Bhumi) অ্যাপ ছাড়া অন্য কোনো সাধারণ কিউআর কোড স্ক্যানার দিয়ে কিউআর কোড যাচাই না করতে।

রোববার (১৮ জানুয়ারি) ভূমি মন্ত্রণালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্রগুলো ভূমিসেবা সিস্টেমের আদলে ভুয়া কিউআর কোড সংযুক্ত করে জাল কাগজপত্র তৈরি করছে, যা সাধারণ মানুষের পক্ষে চেনা কঠিন। এ ধরনের জালিয়াতি প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এসব ভুয়া ডকুমেন্ট প্রস্তুত বা ব্যবহারকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়।

নিরাপদ সেবা নিশ্চিতে ভূমি মন্ত্রণালয় অ্যান্ড্রয়েড ও আইওএস (iOS) প্ল্যাটফর্মের জন্য নিজস্ব ‘ভূমি’ (Bhumi) অ্যাপ চালু করেছে। নাগরিকদের প্রতি মন্ত্রণালয়ের অনুরোধ:

দাখিলা, খতিয়ান ও ডিসিআরের সত্যতা যাচাই করতে কেবল ‘ভূমি’ অ্যাপের কিউআর কোড যাচাইকরণ ফিচার ব্যবহার করুন।

সাধারণ কিউআর স্ক্যানার দিয়ে স্ক্যান করলে ভুল বা সাজানো তথ্য প্রদর্শিত হওয়ার ঝুঁকি থাকে, তাই তা পরিহার করুন।

কোথায় যোগাযোগ করবেন? কিউআর কোড যাচাইয়ের সময় যদি কোনো অস্পষ্টতা দেখা দেয় কিংবা তথ্য ভুয়া বলে সন্দেহ হয়, তবে তাৎক্ষণিকভাবে ভূমি মন্ত্রণালয়ের হটলাইন নম্বর ১৬১২২-এ কল করার আহ্বান জানানো হয়েছে।

ভূমি মন্ত্রণালয় আশা করছে, এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষ ঘরে বসেই দলিলের সঠিকতা নিশ্চিত করতে পারবেন এবং দালাল বা প্রতারক চক্রের হাত থেকে রেহাই পাবেন।

 

লামিয়া আক্তার