ভারত-বাংলাদেশ ম্যাচে টসের সময় হাত মেলায়নি অধিনায়করা

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে টসের সময় দুই দলের অধিনায়কের মধ্যে হাত না মেলানোর ঘটনাকে অনিচ্ছাকৃত বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১৭ জানুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে টসের সময় এ ঘটনা ঘটে।

বিসিবি জানায়, অসুস্থতার কারণে বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম টসে উপস্থিত থাকতে পারেননি। তার পরিবর্তে সহ-অধিনায়ক জাওয়াদ আবরার দলের প্রতিনিধি হিসেবে টসে অংশ নেন। টস শেষে জাওয়াদ আবরার ও ভারতের অধিনায়ক আয়ুশ মাহাত্র একে অপরের সঙ্গে হাত মেলাননি।

এ বিষয়ে বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং এর পেছনে কোনো ধরনের অশোভনতা বা প্রতিপক্ষকে অসম্মান করার উদ্দেশ্য ছিল না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিষয়টি বোর্ড গুরুত্বসহকারে বিবেচনা করেছে। টিম ম্যানেজমেন্টকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং খেলোয়াড়দের সবসময় প্রতিপক্ষ দলের সঙ্গে সর্বোচ্চ ক্রীড়াসুলভ আচরণ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্ক ঘিরে নানা আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের ম্যাচে টস সংক্রান্ত ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তি নজর পড়ে।

-এমইউএম