দিনাজপুরের বীরগঞ্জ থানার আলোচিত দানিয়ূল হত্যা মামলার রহস্য উদঘাটন করে মূল তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। দীর্ঘদিন ধরে ক্লুলেস হিসেবে বিবেচিত মামলাটি প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে সমাধানের পথে এগিয়েছে।
দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম-এর নির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেনের সার্বিক সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বীরগঞ্জ থানা পুলিশ যৌথভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করে। প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণে সন্দেহভাজনদের অবস্থান খুলনা ও বাগেরহাট এলাকায় শনাক্ত করা হয়।
গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখে ডিবির একটি চৌকস টিম খুলনা ও বাগেরহাটে অভিযান চালায়। প্রথম দফায় অভিযুক্তদের গ্রেফতার সম্ভব না হলেও এক অভিযুক্তের ভাড়া বাসা থেকে একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে আরেকজনের বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক তথ্য পাওয়া যায়।
পরবর্তীতে ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে দিনাজপুর জেলা পুলিশের একটি সমন্বিত টিম বীরগঞ্জ থানার মামলা নং–১২ (তাং: ১৩/১২/২০২৫)–এর তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে খুলনা রেলওয়ে স্টেশন এলাকা থেকে মো. আবু বক্কর ওরফে বাদশা (২৬)–কে র্যাব–৬ এর সহযোগিতায় গ্রেফতার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ী এলাকা থেকে মো. শাহ আলম কল্লোল (৫৬)–কে এবং পরবর্তীতে বীরগঞ্জের আরাজি চৌপুকুরিয়া এলাকা থেকে মোছা. সুলতানা রাজিয়া ওরফে পপি (৪১)–কে গ্রেফতার করা হয়।
তদন্তে উঠে এসেছে, শাহ আলম কল্লোল ও সুলতানা রাজিয়া পরস্পর যোগসাজশে আবু বক্কর ওরফে বাদশার মাধ্যমে অর্থের বিনিময়ে পেশাদার অপরাধীদের ভাড়া করেন। পরিকল্পিতভাবে সময় নির্বাচন করে তারা হত্যাকাণ্ড সংঘটনের সুযোগ তৈরি করেন। তদন্তে আরও জানা যায়, ঘটনাস্থল সম্পর্কে পূর্বপরিচিতি ও পরিকল্পনার ভিত্তিতে অপরাধীরা ভোররাতে দানিয়ূলের বাসায় প্রবেশ করে তাকে হত্যা করে। এ ঘটনায় শাহ আলম কল্লোল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, নিহত দানিয়ূল ইসলাম পেশায় একজন কৃষক ছিলেন। গত ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে ভোররাতে নিজ শয়নকক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি শুরু থেকেই রহস্যজনক ও ক্লুলেস হিসেবে বিবেচিত ছিল। গ্রেফতারকৃত আবু বক্করের তথ্য অনুযায়ী দানিয়ূলের বাসার তালাচাবি তার বাড়ির সামনে একটি পুকুর থেকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে ১৮ জানুয়ারি-২০২৬ রবিবার দিনাজপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।