আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬ শিক্ষাবর্ষে সম্পূর্ণ অর্থায়িত সরকারি বৃত্তি ঘোষণা করেছে আয়ারল্যান্ড সরকার।
আয়ারল্যান্ড সরকার ২০২৬ সালের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পাশাপাশি অন্যান্য দেশের শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। স্নাতক, মাস্টার্স ও ডক্টরাল—তিন স্তরের শিক্ষার্থীদের জন্যই এ সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে।
এই বৃত্তির আওতায় বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, মানবিক, সমাজবিজ্ঞান ও কলাসহ বিস্তৃত বিষয়ভিত্তিক পড়াশোনার সুযোগ মিলবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আয়ারল্যান্ডের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নের সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে ট্রিনিটি কলেজ ডাবলিন, ইউনিভার্সিটি কলেজ ডাবলিন, ইউনিভার্সিটি কলেজ কর্ক, লিমেরিক বিশ্ববিদ্যালয়, মায়নুথ বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটি অব আয়ারল্যান্ড—গ্যালওয়ে, ডাবলিন সিটি বিশ্ববিদ্যালয়, টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি ডাবলিনসহ দেশটির বিভিন্ন প্রযুক্তি ইনস্টিটিউট।
বৃত্তির সুবিধা হিসেবে নির্বাচিত শিক্ষার্থীরা বছরে ১৯ হাজার ইউরো স্টাইপেন্ড পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ লাখ টাকার বেশি। এ ছাড়া বছরে ৫ হাজার ৭৫০ ইউরো টিউশন ফি এবং ৩ হাজার ২৫০ ইউরো গবেষণা সহায়তাও প্রদান করা হবে।
এই স্কলারশিপে আবেদন গ্রহণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ মার্চ ২০২৬। আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে সরকারি স্কলারশিপ পোর্টালের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
মালিহা










