দিনাজপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দিনাজপুর সদর উপজেলার চকমধু কাগজিয়াপাড়া, ৫ নম্বর শশরা ইউনিয়নে (১৭ জানুয়ারি) দুপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সহ-সভাপতি কৃষক দল মোঃ আলহাজ্ব দুলাল হোসেনের আয়োজনে অনুষ্ঠিত এই দোওয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তিনবারের মেয়র ও দিনাজপুর-৩ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আহমেদ, জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোওয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম ডাল্টন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর বারী, ৫ নম্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির আহনাফ, কৃষক দলের ৫ নম্বর ইউনিয়ন সভাপতি আব্বাস আলী মানিকসহ স্থানীয় নেতাকর্মীরা।
দোওয়া পরিচালনা করেন হাফেজ জিলফিকার আলী, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
– শাহজালাল, দিনাজপুর