দিনাজপুরের বীরগঞ্জে নিজ ঘরে গলা কেটে হত্যা

বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, তার স্বামী দানিউল ইসলাম গত ইং ১২/১২/২০২৫ তারিখ সকাল অনুমান ১১:৩০ ঘটিকার পর থেকে বীরগঞ্জ থানাধীন তার গ্রামের বাড়ি চৌপুকুরিয়ায় অবস্থান করেন। বাদীর স্বামীর ধর্ম বোন মোছাঃ নূর জাহান বেগম এবং তার স্বামী রফিকুল ইসলাম তাকে দেখাশোনা করতেন। ঘটনার দিন রাত অনুমান ১০:৩০ ঘটিকায় ভিকটিম মোঃ দানিউল ইসলাম (৫৬) খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে ভিকটিমের ধর্ম বোন ও তার স্বামী নিজ বাড়িতে চলে যান। পরের দিন ইং ১৩/১২/২০২৫ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় ভিকটিমের ধর্ম বোন ও তার স্বামী বাড়ির পকেট গেইট ফাঁকা পেয়ে বাড়ির ভিতর ঢুকে ভিকটিমকে ডাকাডাকি করেন এবং তাদের চিৎকার চেঁচামেচির ফলে আশেপাশের লোকজন এসে হাজির হয়ে ভিকটিমের শয়ন কক্ষের ভিতর যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় যে, খাটের উপর অর্ধেক কম্বলে ঢাকা এবং গলা কাটা ভিকটিমের রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে। পরবর্তীতে বাদী দিনাজপুর জেলার বীরগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ১৮৬০ সালের পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১২, তারিখ-১৩/১২/২০২৫ ইং।

ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হত্যাকান্ড হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

এরই ধারাবাহিকতায় ইং ১৬/০১/২০২৬ তারিখ দুপুর ০২:২০ ঘটিকায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র‌্যাব-৬, সিপিএসসি, খুলনা ক্যাম্প এর চৌকস যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে খুলনা জেলার রূপসা থানার রূপসা সেতুর টোলপ্লাজা সংলগ্ন মোছাঃ সাথী বেগম এর চায়ের দোকান থেকে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি মোঃ আবু বক্কর ওরফে বাদশা, পিতা- মোতালেব শেখ, সাং- উৎকুল, থানা- বাগেরহাট, জেলা- বাগেরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ ধরনের প্রতিটি সহিংস ঘটনার প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধভাবে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

 

– শাহজালাল, দিনাজপুর