জয়পুরহাটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জয়পুরহাটের দোগাছী ইউনিয়নে কোরআন খতম, দোয়া, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ জানুয়ারি ২০২৬ খ্রি.) দোগাছী ইউনিয়নের কুঠিবাড়ি ব্রিজের পশ্চিম পাশে বেলায়েত হোসেন বেনুর উদ্যোগে এ ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় দশ হাজারেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হয়। পরে পাঁচবিবি বড় মসজিদের ইমাম মাওলানা গোলাম বাগদাদ হোসেন চিশ্তি বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহুরুল ইসলাম, দোগাছী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিম হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউর রহমান রেফাসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার রাজনৈতিক ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

মোঃ জয়নাল আবেদীন জয় ,জয়পুরহাট