ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি:
সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া’র সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই/মোঃ কাজী মনিরুল করিম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন সিআরবি পুলিশ ফাঁড়ীর অধীনস্থ লালখান বাজার হইতে টাইগারপাস গামী পাকা রাস্তার পার্শ্বে টাইগাইপাস এজেন্সি লিমিটেড গ্যাসলিং ফিলিং স্টেশনের সীমানা প্রাচীরের দক্ষিন পার্শ্বে পাহাড়ের নিচে ০৫ জানুয়ারি সোমবার ০৪:১০-০৫:৫০ মিনিটের সময় আসামী মোঃ মনির (২৮) পিতা-মৃত আবু তাহের প্রকাশ কাশেম, মাতা-নাসিমা বেগম, সাং-চেয়ারম্যান ঘাটা, মোরশেদ মাঝির বাড়ি, থানা-হাতিয়া জেলা-নোয়াখালী, বর্তমান-৭নং বাস পার্কিং এলাকায় ভাসমান, থানা-কোতোয়ালী জেলা-চট্টগ্রাম এর হেফাজত হইতে ১ টি লোহার তৈরী কাঠের বাটযুক্ত দেশীয় একনলা বন্দুক,০২ টি কার্তুজসহ মোঃ মনির (২৮) নামের একজন সন্ত্রাসীকে আটক করেন।
বর্ণিত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-১০, তারিখ-০৫/০১/২০২৬খ্রি, ধারা- The Arms Act 1878, Sec-19A রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
উল্লেখ্য যে, আসামী মোঃ মনির (২৮) এর বিরুদ্ধে নগরীর বাকলিয়া, কোতোয়ালী ও চট্টগ্রাম জেলা রেলওয়ে থানায় একাধিক মামলার তথ্য পাওয়া যায়।










