রংপুরের গঙ্গাচড়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় এক যুবক নিহত হয়েছেন। গতকাল 08 ডিসেম্বর 2025 রাত ১১টার দিকে গঙ্গাচড়া সদর ইউনিয়নের ভুটকা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আখেরুল ইসলাম (৩৫) ভুটকা মধ্যপাড়ার শামসুদ্দিনের ছেলে।
আখেরুল ঢাকার কেরানীগঞ্জের একটি বেসরকারি কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন। প্রায় এক মাস আগে তিনি চাকরি ছেড়ে বাড়িতে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আখেরুল পার্শ্ববর্তী মালিপের বাজার থেকে আটা কিনে বাড়ি ফিরছিলেন। পথে কে বা কারা তাঁর কপালের ডান পাশের ওপর দিকে আঘাত করে হত্যা করে রাস্তায় ফেলে যায়।
পরে স্থানীয়রা তাঁকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।নিহত আখেরুল ইসলামের ছোট ভাই আখতারুল ইসলাম বলেন, সন্ধ্যায় বাড়িতে থাকা অবস্থায় তাঁর ভাইয়ের মুঠোফোনে একাধিক ফোন আসে। তখন ফোনের অন্য প্রান্তের কারও সঙ্গে আখেরুলের সঙ্গে তর্কাতর্কি হয়েছিল। আজ নিহত আখেরুল ইসলাম স্ব পরিবারে গংগাচড়া জিরো পয়েন্ট আসেন আসামি খুনি আসামি বিচার চাওয়ার জন্য ।
নিহত আখেরুল ইসলাম পরিবারের সাথে কথা বললে জানায় যে এসপি তাদের কে বলে আসামি খুবই শ্রীঘই ধরা হবে । এভাবে আজ 41 দিন হয়ে গেল তারপরও তারা আসামি ধরতে পারিনি। আর থানায় এ মামলায় খোজ নিতে গেলে জানায় নিহত পক্ষকে আসামিকে যে কোন থানায় ধরতে হলে কোটের অনুমতি নিতে হবে, ফলে তোমাদের আর্থিক ব্যয় ধরে নিতে হবে ।
এজন্য এই আসামি গ্রেফ করা পুলিশ জন্য বেশ কঠিন হয়ে পড়েছে। নিহতদের পরিবারে একটাই কথা এই দেশের সংস্কার বর্তমানে।