গুম-খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের আবেগঘন সাক্ষাৎ

‘ন্যায়বিচার পেতে গণতান্ত্রিক সরকার দরকার’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে এক আবেগঘন মতবিনিময় সভায় মিলিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে উপস্থিত স্বজনহারাদের বেদনাদায়ক বর্ণনা শুনে তিনি নিজেও চোখের জল ধরে রাখতে পারেননি এবং ক্ষমতায় গেলে প্রতিটি অন্যায়ের সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ সংগঠনের যৌথ উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

কান্না আর হাহাকারে ভরা সম্মেলন কেন্দ্র
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েকশ গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের ওপর চালানো নৃশংসতার বর্ণনা দেন।

গুমের শিকার ছাত্রদল নেতা পারভেজ হোসেনের শিশুকন্যা আদিবা ইসলাম হৃদি কাঁদতে কাঁদতে বলেন, “গুম শব্দটি অনেক ছোট, কিন্তু এর মধ্যে রয়েছে হাহাকার আর কান্না। আমার একটাই স্বপ্ন বাবার সঙ্গে স্কুলে যাব। আমার এই স্বপ্নটা কি আদৌ পূরণ হবে? আমি তারেক রহমান চাচুর কাছে আশা করি, তিনি আমাদের বাবাদের খুঁজে দেবেন।” এসময় মঞ্চে বসা তারেক রহমানকেও চোখ মুছতে দেখা যায়।

সাতক্ষীরার শ্যামনগরের বিএনপি নেতা অলিউল্লাহ অলির স্ত্রী ছালিমা বেগম বলেন, “জীবিত অবস্থায় আমার স্বামীর দুই চোখ তুলে নেওয়া হয়, দাঁত তুলে নেওয়া হয়। সারা রাত নির্যাতন করে তাকে হত্যা করা হয়। মামলা করেছি, কিন্তু কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না।” এসময় তার শিশুকন্যা বাবার ছবি হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়লে পুরো অনুষ্ঠানস্থলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

যা বললেন তারেক রহমান
উপস্থিত স্বজনহারাদের কথা শোনার পর আবেগঘন কণ্ঠে তারেক রহমান বলেন, “প্রতিটি অন্যায়ের বিচার প্রতিষ্ঠিত করতে হলে আগামী দিনে বাংলাদেশে অবশ্যই একটি গণতান্ত্রিক সরকার দরকার। আপনারা যাতে ন্যায়বিচার পেতে পারেন, তার একটিমাত্র উপায়—দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, যে সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে।”

তিনি বলেন, “যারা বিভিন্ন অজুহাতে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সকল গণতন্ত্রপ্রিয় মানুষকে সজাগ থাকতে হবে।”

শহীদদের নামে স্থাপনার নামকরণের প্রতিশ্রুতি
তারেক রহমান বলেন, “দেশের মানুষের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে, এই শহীদ পরিবারগুলোর নামে দেশের গুরুত্বপূর্ণ সড়ক বা সরকারি স্থাপনার নামকরণ করা হবে, যাতে প্রজন্মের পর প্রজন্ম তাদের গৌরবের সঙ্গে স্মরণ রাখতে পারে।”

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, গুম হওয়া নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।


মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক