মনিরামপুরে পিটিয়ে বিড়াল হত্যা, থানায় লিখিত অভিযোগ

যশোরের মনিরামপুরে একটি পোষা বিড়ালকে পিটিয়ে মেরে ফেলা এবং অপরটিকে গুরুতর জখম করার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে বিড়াল দুটির মালিক জিল্লুর রহমান এই অভিযোগ করেন।

ঘটনার বিবরণ
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চালকিডাঙ্গা বাজারের ব্যবসায়ী জিল্লুর রহমানের মেয়ে সুরাইয়া আক্তার বৃষ্টির পোষা দুটি বিড়াল শুক্রবার দুপুরে প্রতিবেশী শামছুর রহমানের বাড়িতে যায়। এসময় শামছুর রহমানের ছেলে মো. হীরা বিড়াল দুটিকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে শুরু করে।

বিড়ালদের চিৎকার শুনে বৃষ্টি তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু তাদের অবস্থার অবনতি হলে শনিবার সকালে বৃষ্টি ও তার মা গুরুতর আহত বিড়াল দুটিকে নিয়ে থানায় হাজির হন। পুলিশ তাদের চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ অফিসে যাওয়ার পরামর্শ দেয়।

চিকিৎসার অভাবে মৃত্যু
শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় উপজেলা প্রাণিসম্পদ অফিসে গিয়ে কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। সেখানেই চিকিৎসার অভাবে একটি বিড়াল মারা যায়।

এই ঘটনায় বৃষ্টির বাবা জিল্লুর রহমান বাদী হয়ে অভিযুক্ত মো. হীরার বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে হীরা বিড়ালগুলোকে মারার অভিযোগ অস্বীকার করেছেন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, “বিষয়টি অত্যন্ত অমানবিক। আমরা অভিযোগ পেয়েছি এবং এটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক