মিরপুরের শীর্ষ সন্ত্রাসী ‘বোমা কাল্লু’ গ্রেপ্তার

নগর প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে চারটি হত্যাসহ একাধিক মামলার আসামি, শীর্ষ সন্ত্রাসী মো. কাল্লু ওরফে মোস্তাকিম হোসেন ওরফে ‘বোমা কাল্লু’কে (৩৭) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

যেভাবে গ্রেপ্তার হলো ‘বোমা কাল্লু’
ডিসি তালেবুর রহমান জানান, গত বছরের জুন মাসে মিরপুরের পল্লবী থানায় ‘বোমা কাল্লু’র নামে একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করা হয়। চলতি মাসের প্রথম সপ্তাহে তার অবস্থানের বিষয়ে গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় সে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পায়।

পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে আজ শনিবার তাকে আদালতে হাজির করা হয়েছে।

অপরাধের ফিরিস্তি
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার কাল্লুর নামে হত্যা, অপহরণ, বিস্ফোরক ও মাদক সংক্রান্ত মোট ছয়টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে এবং পল্লবী থানায় একটি মামলা তদন্তাধীন আছে।

‘বোমা কাল্লু’ দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অপহরণ করে মালামাল লুটপাট করত। এছাড়া, পল্লবীর বিহারি ক্যাম্প ও বস্তি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজি করা ছিল তার অন্যতম কাজ।


মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক