২০২৪ সালের ছাত্র-জনতার গণ-আন্দোলনের সময় যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভারে দাঁড়িয়ে খোলা বুকে যে জাতীয় পতাকাটি উড়িয়েছিলেন ছাত্রদলকর্মী মুত্তাকিন, সেই ঐতিহাসিক পতাকাটি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিয়েছেন।
আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে মুত্তাকিন তার হাতে পতাকাটি তুলে দেন।
ভাইরাল হওয়া সেই মুহূর্ত
গত বছরের ১৮ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কাজলা ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে খালি গায়ে জাতীয় পতাকা ওড়ানোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়, যা আন্দোলনের অন্যতম প্রতীকে পরিণত হয়। সেই ছবির তরুণই ছিলেন ছাত্রদলকর্মী মুত্তাকিন।
পতাকাটি গ্রহণ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মুত্তাকিনকে তার সাহসী ভূমিকার জন্য ধন্যবাদ জানান।
এ সময় পতাকা হস্তান্তর অনুষ্ঠানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত ছিলেন।
মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক










