তামাক নিয়ন্ত্রণে বাজেটে কার্যকর কর আরোপের দাবি তরুণ চিকিৎসকদের

স্বাস্থ্য ডেস্ক

তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘ধূপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ দ্রুত আইন হিসেবে অনুমোদন এবং আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সকল ধরনের তামাকপণ্যের ওপর কার্যকর কর আরোপের জোর দাবি জানিয়েছেন দেশের তরুণ চিকিৎসকরা।

শনিবার (১৭ জানুয়ারি) ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত এক কর্মশালায় এই দাবি জানানো হয়।

তামাকের ভয়াবহতা ও আইনের প্রয়োজনীয়তা
‘তামাক নিয়ন্ত্রণ জোরদারে তরুণ চিকিৎসকদের সম্পৃক্ততা’ শীর্ষক এই কর্মশালায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, “তামাক ব্যবহারজনিত রোগে দেশে প্রতি বছর ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ অকালে প্রাণ হারায়। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে সরকার তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি চূড়ান্ত করেছে। তবে এর প্রকৃত সুফল পেতে হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে দ্রুততম সময়ের মধ্যে অধ্যাদেশটি আইন হিসেবে অনুমোদন করা অত্যন্ত জরুরি।”

কর বৃদ্ধি ও স্বাস্থ্য ব্যয় হ্রাস
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের মহাসচিব অধ্যাপক ফজিলা তুন-নেসা মালিক বলেন, “তামাক হার্ট অ্যাটাকের অন্যতম প্রধান কারণ। আমরা হাসপাতালে প্রতিদিন এমন অসংখ্য রোগী পাই। আগামী বাজেটে যদি তামাকপণ্যের ওপর কার্যকর কর আরোপ করা হয়, তবে পণ্যের দাম বাড়বে এবং সাধারণ মানুষ ও তরুণরা তামাক ব্যবহারে নিরুৎসাহিত হবে। এতে একদিকে যেমন সরকারের রাজস্ব বাড়বে, অন্যদিকে দেশের চিকিৎসা ব্যয়ও কমে আসবে।”

কর্মশালায় স্বাগত বক্তব্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী বলেন, তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অগ্রণী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী তরুণ চিকিৎসকদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।


মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক